শনিবার ৩০ নভেম্বর ২০২৪ - ১২:২৯
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ

হাওজা / আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের ষড়যন্ত্রে উগ্র তাকফিরি জঙ্গিরা আবার নতুন করে শক্তি সঞ্চয় করেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছেন। আরব এই দেশটিতে সম্প্রতি উগ্র তাকফিরি সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন।

কলিবফ নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, “আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের ষড়যন্ত্রে উগ্র তাকফিরি জঙ্গিরা আবার নতুন করে শক্তি সঞ্চয় করেছে। তিনি সিরিয়ার প্রতিবেশী দেশগুলোকে সতর্ক থাকার এবং এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়ার আহ্বান জানান।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করার পর তার দেশ ও প্রতিরোধ ফ্রন্ট অতীতের মতো সিরিয়ার সরকার ও জনগণের পাশে গিয়ে দাঁড়াবে এবং নয়া এই ষড়যন্ত্র নস্যাত করে দেবে।

হায়াত তাহরির আশ-শামের নেতৃত্বাধীন উগ্র তাকফিরি জঙ্গিরা গত বুধবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে বড় ধরনের আক্রমণ চালায়। কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে, তারা বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে। তখন থেকে সিরিয়ার সেনাবাহিনী হাতছাড়া হয়ে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধার করতে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াইয়ে লিপ্ত রয়েছে।

সিরিয়ার সেনাবাহিনীর জেনারেল কমান্ড শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তাদের হামলায় শত শত সন্ত্রাসী হতাহত হয়েছে এবং তারা ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী উগ্র জঙ্গিদের কয়েক ডজন সাঁজোয়া যান ধ্বংস এবং অন্তত ১৭টি ড্রোন ভূপাতিত করেছে বলে বিবৃতিতে জানানো হয়।

তাহরির আশ-শামের মতো উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো ইসলামের নাম নিয়ে যুদ্ধ করলেও তারা গাজা উপত্যকার ওপর ইসরাইলের গত প্রায় ১৪ মাসের আগ্রাসনের বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করেনি। তারা বরং ইসরাইলের পৃষ্ঠপোষকতা নিয়ে এখন সিরিয়া সরকারের বিরুদ্ধে আবার লড়াইয়ে নেমেছে। বিশ্লেষকরা বলছেন, জঙ্গি গোষ্ঠীগুলোর উদ্দেশ্য চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের হাতকে শক্তিশালী করা।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha